রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

বাসুলিয়া বিলে হেঁইয়ো রে হেঁইয়ো

টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া (চাপড়া) বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকালে  বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. আবদুল মালেক মিয়া স্মৃতি নৌকা বাইচ-২০২২ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে শিপ নৌকা, পানশী নৌকা, কোশা নৌকা, ময়ূরপক্সক্ষীসহ বাহারি নামের ও রঙের প্রায় ৪০টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, গ্রাম বাংলার সুস্থ বিনোদন নৌকা বাইচ এখন আর আগের মতো হয় না। তারপরেও বাসাইল আওয়ামী লীগ এই আয়োজন করায় ধন্যবাদ জানাই। প্রতি জেলায় ও বিভাগে সরকারী উদ্যোগে নৌকাবাইচ আয়োজনের দাবি জানাই। এরপর বিজয়ী নৌকাগুলোর মধ্যে থেকে জাতীয় পর্যায়ে নৌকা বাইচ প্রতিযোগিতা করার আহ্বান জানাই।

এক সময় এই বিনোদনই ছিল প্রধান বিনোদন। যে গ্রামে বাইচের আয়োজন হতো সেই গ্রামের প্রতি বাড়িতে পিঠা পুলি বানাতো। এলাকার যুব সমাজ বাইচ সফল করতে দিনরাত কাজ করত।কিন্তু এখন যুব সমাজ ফেসবুকে সময় কাটায়।

প্রতি বছরের মতো এবারো বর্ণিল এ নৌকা বাইচের আয়োজন করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া স্মৃতি ফাউন্ডেশন। আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও কয়েকশ’ বছরের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ এই নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীমাতৃক এ দেশের গ্রামীণ লোকসংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদ-নদী ও বিল-হাওড়ে আয়োজন করা হয় নৌকা বাইচ। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের বাসাইলের দিগন্ত বিস্তৃত জলভরা দৃষ্টিনন্দন বাসুলিয়ার চাপড়া বিলে উৎসবমুখর পরিবেশে এবারো অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। থৈ থৈ জলে, ঢাকঢোলের তালে তালে গ্রামবাংলার গান আর মাঝি-মাল্লারা বৈঠার ছন্দে মাতিয়ে তুলবে বাসুলিয়ার শান্ত জলের ঢেউ। আর সেই তালে তাল মেলাতে বিশাল বিস্তৃত বাসুলিয়া খ্যাত চাপড়া বিলের বুকে নামবে লাখো জনতার ঢল।

টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন অনুষ্ঠান উদ্বোধন করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস,অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিন শরিফ সুপন, টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম.এ সামাদ, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন,শিল্পপতি খালিদ হোসেন খান পাপ্পু। অনুষ্ঠানটি সঞ্চালনা এবং সার্বিক তত্বাবধানের দ¦ায়িত্বে ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস,সাধারণ সম্পাদক মির্জা রাজিক এবং নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সোহানুর রহমান সোহেল।

This post has already been read 2260 times!

Check Also

নদীর পাড় ঘেঁষে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা

ফকির শহিদুল ইসলাম (খুলনা): পর্যটনে নতুন ভাবনা’ এই প্রতিপাদ্য নিয়ে  মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা …