Saturday , July 5 2025

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের  জিকেবিএপি প্রকল্পের টমেটো প্লটের কার্যক্রম পরিদর্শন

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস,এম, অজিয়র রহমান গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এর কার্যক্রম পরিদর্শন করেন। তিনি মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মশিদপুর গ্রামের কৃষক মো. গোলাম মোস্তফা, মো: মিজানুর রহমান ও মো. আতিয়ার শেখের জমিতে চলমান গবেষণা প্লট পরিদর্শন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পর পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য)আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এইচ এম জাহাঙ্গীর আলম সহ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামিম।

বাগেরহাট জেলার উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান ও বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

This post has already been read 4648 times!

Check Also

বিশ্বে প্রতিবছর রোডক্র্যাশে নিহত হয় ১১ লক্ষ ৯০ হাজার সড়ক ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি বছরে বিশ্বে রোডক্র্যাশে ১১ লক্ষ ৯০ হাজার সড়ক …