শনিবার , জুলাই ২৭ ২০২৪

জাটকা রক্ষায় আসছে “কম্বিং অপারেশন”

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের চলমান জাটকা রক্ষা কার্যক্রমকে  অধিকতর বেগবান করার লক্ষ্যে জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় ১ম ধাপে ০৭ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি পর্যন্ত ৭ দিন এবং ২য় ধাপে ২১ জানুয়ারি হতে ২৮ জানুয়ারি পর্যন্ত ৮ দিনসহ দুই ধাপে ১৫ (পনের) দিনব্যাপী ১৩টি জেলায়: ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে “ সম্মিলিত বিশেষ অভিযান-২০২০” পরিচালিত হবে। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।

মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপকূলীয় বেহুন্দি জাল এবং কারেন্ট জাল দিয়ে সারাবছর দেশের সকল নদী ও উপকূলীয় এলাকাতে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এমতাবস্থায়, জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় এই সকল ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধ এবং এসব জাল দিয়ে মাছ ধরা থেকে

This post has already been read 2282 times!

Check Also

আগামীকাল থেকে ২৩ জুলাই পর্যন্ত সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের …