Sunday , July 13 2025

শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের কমিটি পুনর্গঠনের প্রস্তাব আরব আমিরাতের 

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এবং বাংলাদেশস্থ আরব আমিরাতের রাষ্ট্রদূত Saed Mohammed AlMheiri এর নেতৃত্বে ৫-সদস্যের প্রতিনিধিদলের মধ্যে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের আর্থিক আনুকূল্যে পরিচালিত সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট এর বর্তমান কমিটির আকার সংক্ষিপ্তকরণসহ পুনর্গঠনের প্রস্তাব করেন। সমাজকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে পুনর্গঠিত একাডেমিক ও বিনিয়োগ কমিটি পুনর্গঠনের প্রস্তাব ছাড়াও ট্রাস্টের বিরাজমান সমস্যা এবং বিভিন্ন সংস্কারযোগ্য প্রতিষ্ঠানের মেরামতসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত এ ব্যাপারে মন্ত্রীর কাছে লিখিত একটি প্রস্তাব পেশ করেন। আমিরাতের পক্ষে ট্রাস্টকে আবুধাবী থেকে মনিটরিংয়ের কথাও বলা হয়। মন্ত্রী তাদের প্রস্তাবে সাড়া দিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে আরব আমিরাতের পক্ষে অন্যান্যের মধ্যে সে দেশের Zayed Charitable and Humanirtian Foundation  এর পরিচালক (প্রজেক্ট ও প্রগ্রাম) Dr. Ibraheem Hasan Alzaabi, হিউম্যান রিসোর্স উপদেষ্টা Ahmed Salmeen Alameri, উর্ধ্বতন কর্মকর্তা Mohammed Khamis Al Ali প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন সিনিয়র সচিব জুয়েনা আজিজ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট এর নির্বাহী পরিচালক কে বি এম ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

This post has already been read 5010 times!

Check Also

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

নিজস্ব সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় …