Friday 31st of March 2023
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / ফিড মিল নিবন্ধন, লাইসেন্স এবং অনাপত্তি সনদ প্রদানের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

ফিড মিল নিবন্ধন, লাইসেন্স এবং অনাপত্তি সনদ প্রদানের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

Published at নভেম্বর ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: পশুখাদ্য উৎপাদনকারী, প্রক্রিয়াজাতকরণ,সংরক্ষণকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠান/ফার্ম এবং কোম্পানীসমূহের নিবন্ধন, লাইসেন্স এবং অনাপত্তি সনদ প্রদানের জন্য প্রাাণিসম্পদ অধিদপ্তরে অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, এমপি। এর ফলে এখন থেকে ফিড মিলসমূহ নিবন্ধন, নবায়ন, লাইসেন্সপ্রাপ্তি এবং বিদেশ থেকে পশুখাদ্য আমদানি করার জন্য অনাপত্তি সনদের জন্য প্রাাণিসম্পদ অধিদপ্তরে অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মিলনায়তনে এ কার্যক্রম করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সহজতর হবে, স্বচছতা বাড়বে এবং অনিয়ম দূর হবে।

তিনি এ সময় পশুখাদ্য উৎপাদনকারী, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠান/ফার্ম এবং কোম্পানীসমূহকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন পশুখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং আমদানি না করার জন্য আহ্বান জানান।

প্রাাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রাাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আব্দুল জব্বার শিকদার এবং বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এম. এ. সোবহান।

This post has already been read 8008 times!