Wednesday , July 9 2025

পিরোজপুরে বালাইনাশকের সঠিক ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : অটোক্রপ কেয়ার আয়োজিত ‘ফসলের বালাইনাশকের সঠিক ব্যবহার’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার (২৯ অক্টোবর) পিরোজপুরের খামারবাড়িস্থ ডিএই প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক আবু হেনা মো. জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অটোক্রপ কেয়ারের উপদেষ্টা প্রফেসর ড. সদরুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার বিভাষ চন্দ্র সাহা।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সম্প্রসারণ প্রযুক্তি হস্তান্তরের বেলায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে মাইক্রো লেভেলের তথ্য থাকা দরকার। কোনো ক্রমেই যেন ভুল তথ্য গ্রহীতার নিকট না পৌঁছে। বালাই নাশক ব্যবহারের ক্ষেত্রে সময়, মাত্রা, পদ্ধতি এবং প্রোডাক্ট অবশ্যই সঠিক হতে হবে। এসবের মাধ্যমে ফলাফল ভালো হয়। টেকনিক্যাল সেশনে তিনি অটোক্রপ কেয়ারের বালাইনাশক সম্পর্কে বিস্তারিত আলোকপাত দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কাউখালীর উপজেলা কৃষি অফিসার আলী আজিম শরীফ, ইন্দুরকানির উপজেলা কৃষি অফিসার হুমায়ারা সিদ্দিকা, নেছারাবাদের উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, পিরোজপুর সদরের উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, অটোক্রপ কেয়ারের ম্যানেজার (মার্কেট প্রমোশন) মো. হাসানুজ্জামান, সহকারি ম্যানেজার (উন্নয়ন) নিজাম উদ্দিন, বরিশালের এরিয়া সেলস ম্যানেজার এম. হারুন-অর-রশিদ প্রমুখ। অনুষ্ঠানে ডিএই, কৃষি তথ্য সার্ভিস এবং অটোক্রপ কেয়ারের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4576 times!

Check Also

সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয়

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয় বলে …