Wednesday , July 2 2025

দুমকীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল): উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) পটুয়াখালীর দুমকীতে প্রধান অতিথি হিসেবে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মেহের মালিকার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. এইচ. এম মাসুদ আল মামুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তা ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আরজু আক্তার।

কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রোগ্রামার শুভ্রা কুন্ডু, শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ইঁদুর আমাদের ফসলের অনেক ক্ষতি করে যা এশিয়া মহাদেশের ১৮ কোটি মানুষের এক বছরের খাবারের প্রায় সমান। আর বাংলাদেশের হিসেবে ৪৫-৫০ লাখ মানুষের খাদ্য। তাই সম্মিলিতভাবে ইঁদুর দমন করতে হবে।

এর আগে এক বর্ণাঢ্যর‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। অনুষ্ঠানে কৃষকদের মাঝে ইঁদুর নিধনের ফাঁদ উপহার দেওয়া হয়। এতে অর্ধশতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

This post has already been read 4647 times!

Check Also

এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা এর ১৪১ জনের একটি প্রতিনিধি দল …