শনিবার , নভেম্বর ২ ২০২৪

রাজীবপুরে কৃষকদের মাঝে ধানের চাড়া ও বীজ বিতরণ

রাজীবপুর (কুড়িগ্রামপ্রতিনিধি : রাজীবপুর উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চাড়া, মাসকলাই বীজ সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত  চাড়া বীজ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লীগ সভাপতি আব্দুল হাই সরকার।         

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানএর   সভাপতিত্বে অনুষ্ঠিত চাড়া বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুমার প্রণয় বিষাণ দাস। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো আব্দুল হাই সরকার প্রমুখ। অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাকর্মচারী বিভিন্ন ইউনিয়নের প্রণোদনা গ্রহণকারী কৃষকরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে উপজেলার ১০০  জন কৃষকের মাঝে কেজি করে মাসকলাই এর  বীজ, ১০ কেজি ডিএপি এবং কেজি এমওপি সার ৫০ জন কৃষকে এক বিঘা জমিতে রোপনের জন্য আমন ধানের চাড়া বিতরণ করা হয়

This post has already been read 4621 times!

Check Also

অর্থনীতির চলমান ধীরগতি দেশে মন্দা ডেকে আনতে পারে

 রাজধানী সংবাদদাতা: বর্তমানে রাজস্ব নীতির (ফিস্কাল পলিসি) মাধ্যমে যেই পদক্ষেপই গ্রহণ করা হোক না কেন, …