Saturday , July 19 2025

সাভারে পোল্ট্রি খামার ব্যবস্থাপনা ও জীবনিরাপত্তা শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

গত ২৮ ও ২৯ আগস্ট, ২০১৯ সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) অনুষ্ঠিত হলো পোল্ট্রি খামার ব্যবস্থাপনা ও জীবনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডাচ পোল্ট্রি বিশেষজ্ঞ মি. লিও ভ্যান দে ভেলদে এবং বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও এনিমেল হেলথ রিসার্চ ডিভিশনের বিভাগীয় প্রধান ড. মো. গিয়াসউদ্দিন।

প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন- কাজী ফার্মস, রশিদ কৃষি খামার, নিউ হোপ গ্রুপ, প্যারাগন পোল্ট্রি, নারিশ পোল্ট্রি, নাহার এগ্রো, এসবি হ্যাচারি, আফতাব বহুমুখী ফার্মস, এক্স-ইনডেক্স, ইন্টার এগ্রো, আরআরপি এগ্রো, এজি এগ্রো, আরএমআর পোল্ট্রি এন্ড হ্যাচারি, রেনেটা, কোয়ালিটি ফিডস, প্রভৃতি কোম্পানীর টেকনিক্যাল ট্রেইনার ও ভেটেরিনারি কর্মকর্তাগণ ছাড়াও থানা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ মোট ৩০জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারিদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

This post has already been read 5315 times!

Check Also

পোল্ট্রি শিল্প বাঁচাতে বাজেটে বিশেষ সহায়তা চায় বিপিআইএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প খাত হিসেবে পরিচিত পোল্ট্রি শিল্পের টিকে থাকা এবং এর …