শনিবার , নভেম্বর ২ ২০২৪

বাকৃবি’তে হল প্রভোস্টের দায়িত্বে অবহেলার অভিযোগ

মো. আরিফুল ইসলাম (বাকৃবি): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রদের আবাসিক হলের প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ওই হলের শিক্ষার্থীরা। দায়িত্বে অবহেলার অভিযোগে ওই প্রভোস্টের বহিঃষ্কার দাবি করেছেন তারা। হলের কর্মচারিদের হল থেকে বের করে দিয়েছে ওই হলের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আল মামুন দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত হলে আসেন না। হলের হাউস টিউটররাও হলের বিভিন্ন কর্মকান্ডের তদারকিতে থাকেন না।

এদিকে প্রথমবর্ষের তিন শিক্ষার্থীর জ্বরে আক্রান্ত হয়ে পড়ায় ডেঙ্গু আতঙ্কে ক্ষুব্ধ হয়ে ওঠে অন্যান্য শিক্ষার্থীরা। হলে মশা নিরোধক স্প্রে না করাসহ বিভিন্ন অভিযোগে ক্ষুব্ধ হয়ে সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টার হলের ভিতরে বিক্ষোভ করেন ওই হলের শিক্ষার্থীরা। এসময় হল প্রভোস্টের বহিঃষ্কারের দাবি করে বিভিন্ন শ্লোগান দেন তারা। এক পর্যায়ে হলের কর্মচারিদের হল থেকে বের করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ বিষয়ে শহীদ শামসুল হক হলের ছাত্রলীগ সভাপতি মো. সেন্টু রহমান বলেন, হলের বিভিন্ন সমস্যায় প্রভোষ্টকে সময় মতো হলে পাওয়া যায় না। শিক্ষার্থীদেরকে নিজেদের গিয়ে কর্মচারিদের বিভিন্ন কাজের বিষয়ে বলতে হয়। বিভিন্ন সময় হলের পানির সমস্যা, ঝোপঝাড় পরিষ্কার না করা সহ শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করেন না তিনি।

এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. আল মামুন বলেন, বিভিন্ন ব্যস্ততায় থাকলেও হলের কোনো কাজই কখনো বিঘ্ন হতে দিই না। গতকালও হলে মশা নিরোধক ব্লিচিং পাউডার স্প্রে করা হয়েছে। শীঘ্রই হল নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে বসে প্রশাসনের সহায়তায় হলে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করবো।

This post has already been read 2609 times!

Check Also

৪ দফা দাবিতে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আব্দুল কাইউম (পাবনা) : পাবনা ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)কলেজ চত্বরে ৪ দফা দাবিতে অবস্থান …