Saturday 9th of December 2023
Home / অন্যান্য / বরিশালে কৃষি কর্মকর্তাদের মতবিনিময়

বরিশালে কৃষি কর্মকর্তাদের মতবিনিময়

Published at জুলাই ২২, ২০১৯

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা সোমবার (২২ জুলাই) বরিশাল নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএইর ক্রপস উইং’র অতিরিক্ত পরিচালক (দানাদার ডাল) মো. আলীমুজ্জামান মিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আসন্ন আমনের উৎপাদন আশানুরূপ হওয়া চাই। বোরো মৌসুমে তেলজাতীয় ফসল হিসেবে সরিষা এবং সূর্যমুখীর আবাদী জমির পরিমাণ বাড়াবে হবে। পাশাপাশি ভুট্টার প্রতিও বিশেষভাবে নজর দেয়া দরকার। এসব বাস্তবায়নে কৃষকের পাশে থেকে দিতে হবে পরামর্শ।

বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক তাওফিকুল আলম, বরিশালের উপপরিচালক হরিদাস শিকারী, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, বরগুনার উপপরিচালক মো. মতিয়ুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০ জন ঊধর্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2925 times!