Sunday , April 27 2025

মংলা বন্দর ব্যবহারে নেপালের আমদানী-রপ্তানী পণ্য বৃদ্ধি পাবে –নেপালের রাষ্ট্রদূত

ফকির শহিদুল ইসলাম(খুলনা): মংলা বন্দর ব্যবহারের মাধ্যমে আমদানী-রপ্তানী পণ্য সড়ক পথে নেপালে আনা-নেয়ার কাজ দ্রুত শুরু করা হবে। এজন্য ভারতের ভূখন্ড ব্যবহারে ভারতের সাথে নেপাল সরকার চুক্তি সম্পন্ন করেছে। এখন থেকে নেপাল দ্রুত পুর্ণাঙ্গভাবে মংলা বন্দর ব্যবহার শুরু করবে। আর এই বন্দর ব্যবহার বাণিজ্যিকভাবে নেপালের জন্য লাভবান। মংলা বন্দর যতদ্রুত সম্ভব ব্যবহার করা হলে নেপালের আমদানী-রপ্তানী পণ্য বৃদ্ধি পাবে।

বুধবার (৩ জুলাই) দুপুরে নেপাল মংলা বন্দরকে অধিকতর ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলী এসব কথা বলেন।

রাষ্ট্রদূত আরো বলেন, আগের তুলনায় মংলা বন্দর অনেক সক্ষমতা অর্জন করেছে। মংলা বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। বর্তমানে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ার ফলে নেপাল এ বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হয়েছে।

নেপালের রাষ্ট্রদূতের বন্দর পরিদর্শন শেষে দুপুরে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, নেপালী দূতাবাসের অফিস সেক্রেটারী রিয়া ছেত্রী, মংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার দুরুল হুদা, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলীর কাছে মোংলা বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

মোংলা বন্দর পরিদর্শন শেষে নেপালের রাষ্ট্রদূত ওযার্ল্ড হ্যারটেজ সাইড সুন্দরবনের করমজলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে যান।

This post has already been read 4684 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …