Thursday , August 21 2025

বাকৃবি’তে বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ পালিত

মো. আরিফুল ইসলাম (বাকৃবি): বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান । রবিবার (২৩ জুন) দুপুর ১২ টায় বিশ্বব্যিালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে একটি বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান।

This post has already been read 5514 times!

Check Also

টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি- পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান …