Sunday 3rd of December 2023
Home / পরিবেশ ও জলবায়ু / সিকৃবি শিক্ষার্থীদের ‘নির্মল বায়ু পর্যবেক্ষণ কেন্দ্র’ পরিদর্শন

সিকৃবি শিক্ষার্থীদের ‘নির্মল বায়ু পর্যবেক্ষণ কেন্দ্র’ পরিদর্শন

Published at মে ৬, ২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বি.এসসি.  এজি.  (অনার্স) লেভেল ৪ সেমিষ্টার ১ শ্রেণীর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বুধবার (৮ মে) পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ক্লিন এয়ার এন্ড সাসটেইনএবল এনভায়রনমেন্ট (কেস)” প্রকল্পের আওতায় সিলেট শহরে স্থাপিত “নির্মল বায়ু পর্যবেক্ষণ কেন্দ্র (ক্যামস)” পরিদর্শন সম্পন্ন হয়েছে।

উক্ত সফরে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী প্রফেসর মো.  সামিউল আহসান তালুকদার -এর তত্ত্বাবধানে ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও ক্যামস এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.  সাইফুল ইসলাম নির্মল বায়ু পর্যবেক্ষণ কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

মি. ধনোনঞ্জয় ক্রাইটেরিয়া পলুট্যান্ট এনালাইসিসের পদ্ধতি সম্পর্কে ধারনা দেন এবং বায়ুর মান পরিমাপের যন্ত্রপাতিগুলো শিক্ষার্থীদের দেখান। শিক্ষার্থীরা পার্টিকুলেট মেটার (পি.এম.  ১০ ও পি.এম. ২.৫) এনালাইজার, ফ্লুরেসসেন্স (Flurescence) সালফার-ডাই-অক্রাইড (SO2) এনালাইজার, কেমিলুমিনেসসেন্স (Chemiluminescence) নক্স (NO-NO2-NOx) এনালাইজার, ফটোমেট্রিক (Photometric) ওজোন এনালাইজার, কার্বন মনোঅক্রাইড (CO) এনালাইজারসহ সংশ্লিষ্ট মেটেরিওলোজিক্যাল যন্ত্রপাতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করে।

কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. সামিউল আহসান তালুকদার বলেন, সিলেটের নির্মল বায়ু পর্যবেক্ষণ কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা বায়ু দূষণের প্রধান প্রধান নিয়ামকসমূহের পরিমাপ পদ্ধতি সম্পর্কে খুবই মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে।

This post has already been read 3906 times!