Saturday 9th of December 2023
Home / অন্যান্য / পবিপ্রবি আলোকতরী’র সভাপতি ইফরাদ, সাধারণ সম্পাদক তাওহিদুল

পবিপ্রবি আলোকতরী’র সভাপতি ইফরাদ, সাধারণ সম্পাদক তাওহিদুল

Published at মে ৫, ২০১৯

সভাপতি ইফরাদ আলম (চেক শার্ট পরিহিত) এবং সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম (পাঞ্জাবি পরিহিত)

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স্থ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘আলোকতরী’ এর ২০১৯ কার্যকরী কমিটি হয়েছে। রবিবার (৫ মে) সংগঠনটির সভাপতি আবু নাইমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের টি এস সি ভবনে নবীন বরণ, বিদায় সংবর্ধনা দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ আলী ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী।

অনুষ্ঠানের শেষাংশে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ইফরাদ আলম কে সভাপতি এবং কৃষি অনুষদের শিক্ষার্থী মো. তাওহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, আলোকতরীর পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, আলোকতরীর সাবেক সাধারণ সম্পাদক প্রিন্স সহ আলোকতরীর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

This post has already been read 4889 times!