Thursday 18th of April 2024
Home / খাদ্য-পুষ্টি-স্বাস্থ্য / পবিপ্রবি’তে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

পবিপ্রবি’তে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

Published at এপ্রিল ২৫, ২০১৯

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ কেক কেটে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্ভোধন করেন। বেলা ১১ টায় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয়েরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষদ ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,  বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য, অত্র অনুষদের ডীন, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‌্যালী শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়স্থ নিউট্রিশন ক্লাবের উদ্যোগে আয়োজিত পুষ্টিমেলার শুভ উদ্ভোদ্বন করেন।

এ মেলায় রয়েছে বিনামূল্যে ওজন মাপা, রক্তাচাপ মাপা, বিএমআই নির্ণয় এবং পুষ্টি সম্পর্কীয় নানা সচেতনতামূলক কার্যক্রম।এছাড়াও উক্ত ক্লাবের উদ্যােগে বিশ্ববিদ্যালয়ের প্বার্শবর্তী এলাকায় নয়টি বিদ্যালয়ে হাত ধোয়া কার্যক্রম সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

This post has already been read 3087 times!