মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪

পবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১৯ শুরু হয়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দুই দিন ব্যাপী এ প্রতিযোগীতা শুরু হয়।

সকাল ৯ টায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ বেলুন উড়ানো ও মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র ছাত্রীদের জন্য তেরটি সাংস্কৃতিক ইভেন্ট রয়েছে। আগামীকাল (১৮এপ্রিল) সকালে শুরু হবে সাংস্কৃতিক প্রতিযোগীতা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, প্রক্টোর, ছাত্রবিষয়ক উপদেষ্টা, শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

This post has already been read 3031 times!

Check Also

ব্রিতে নবান্ন উৎসব ১৪৩১ উদ্যাপন 

গাজীপুর সংবাদদাতা: নানা আয়োজনে রবিবার (০২ অগ্রহায়ণ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদ্যাপিত …