Monday , April 21 2025

এসডিজি বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় সভা

রবিবার (৩১ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় এক সভা কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিশেষজ্ঞ পুলের সদস্য ড. এস.এম. নাজমুল ইসলাম, মো. হামিদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তারা এ সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত দেন। সভায় সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮ এর সাথে সঙ্গতি রেখে নেয়া বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য পূরণে জোর তাগিদ দেয়া হয়।

This post has already been read 4297 times!

Check Also

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষ হিসেবে-দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের …