Friday , July 18 2025

রা‌বি ভেটেরিনারি ছাত্র সমিতির নতুন কমিটি

মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (বামে) ও মো. রোকনুজ্জামান সহ-সভাপতি (ডানে)

মো. হেমায়তুল ইসলাম আরিফ (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি ছাত্র সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. কামরুজ্জামান সভাপতি এবং ড. মো. আখতারুল ইসলাম কোষাধ্যক্ষ (পদাধিকার বলে), মো. রোকনুজ্জামান সহ-সভাপতি ও মো. মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। বুধবার (১৩মার্চ) দিনব্যাপী ভোট গ্রহণ শেষে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন ড. মো. গোলবার হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর রায়হান এবং মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসের ইবনে রশিদ (নিশাত), ছাত্র কল্যাণ সম্পাদক মো. নয়ন মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সুমন ইসলাম (শাকিল), সিনিয়র সদস্য শুভ কুমার দাস এবং মীম ওবাইদুল্লাহ্। কমিটি ঘোষণার সময় বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. এস. এম. কামরুজ্জামান ও নির্বাচন কমিশনার ড. গোলবার হোসেন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

This post has already been read 4890 times!

Check Also

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সমুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই …