শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে পশুপালন বিষয়ক আলোচনা সভা

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল): এসিআই এনিমেল হেলথ্’র আয়োজনে গবাদিপশুর নিরাপদ খাদ্য সহায়ক হিসাবে TRP এর উপকারিতা এবং গরু পালন বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা ২৫ ফেব্রুয়ারি (সোমবার)  টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে খামারিদের সাথে পশুপালনে এসিআই কোম্পানির খাদ্য সহায়ক ঞজচ এবং খামারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এসিআই কোম্পানীর সিনিয়র এরিয়া ম্যানেজার এমএ মালেক, জোনাল সেলস্ ম্যানেজার শফিকুল ইসলাম ও সেলস্ ম্যানেজার রফিক আহমেদ।

দিনব্যাপী অনুষ্ঠানে হাটে আগত দূরদূরান্তের খামারিদের এসিআই’র বিভিন্ন প্রোডাক্টের প্রদর্শন এবং খামারিদের বিভিন্ন পরামর্শ দেন ডা. সুদিব দেবনাথ।

খামারি হাফিজুর রহমান জানান, উন্মুক্ত সভায় বিক্রয় ব্যবস্থাপকদের বিভিন্ন ধরনের গঠনমূলক পরামর্শে আমরা সকল খামারীরা মুগ্ধ। তাদের দেয়া দিক নির্দেশনায় আমরা কাজ করবো। আশা করি, এতে আমাদের খামারে সুফল বয়ে আনবে।

স্থানীয় খামারি ইমাম হোসেন বলেন, এসিআই ভূঞাপুরের মার্কেটিং অফিসার শামীম ভাই’র আমন্ত্রণে এ অনুষ্ঠানে এসেছি। ৩০ মিনিট’র আয়োজন ২ ঘন্টাব্যাপী চললেও আমিসহ সকল খামারীরা অনেক মনযোগ দিয়ে বক্তাদের কথা শুনেছি।

তিনি আরো বলেন, আমার খুব ভালো লাগছে এমন অনুষ্ঠানে এসে। এতে অনেক কিছু শিখতে ও জানতে পারলাম। অবশ্যই এ জানাগুলো আমাদের অনেক উপকার আসবে।

প্রসঙ্গত, অনুষ্ঠানে খামারিরা বিভিন্ন প্রশ্ন করেন। প্রশ্নের উওর ও সমধান দেন সেলস্ ম্যানেজার রফিক আহম্মেদ।

অনুষ্ঠান শেষে TRP লিখিত বালতি খামারিদের উপহার দেওয়া হয়।

This post has already been read 2278 times!

Check Also

কৃষি উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে …