Monday , July 14 2025

বাবুগঞ্জে সংরক্ষণশীল কৃষির ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): সংরক্ষণশীল কৃষির ওপর দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ বুধবার (১২ ফেব্রুয়ারি) বাবুগঞ্জের বাহেরচর গ্রামে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) এম-আই প্রকল্প আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস. এম. নাহিদ বিন রফিক, সিমিট বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির (বিডিএস) ফিল্ড কো-অর্ডিনেটর মো. শামিম হোসেন।

প্রশিক্ষণে কৃষকদের সংরক্ষণশীল পদ্ধতিতে চাষাবাদের কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়। এতে ইউএসএআইডির অর্থায়নে ২৬ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে চাষিদের নিয়ে সংরক্ষণশীল পদ্ধতিতে আবাদকৃত ভুট্টার মাঠ প্রত্যক্ষ করা হয়।

উল্লেখ্য, সংরক্ষণশীল কৃষি হচ্ছে জমির যতটুকু অংশে ফসল দন্ডায়মান থাকে ঠিক ততটুকু অংশই জমি কর্ষণ অর্থাৎ চাষ করা হয়। এতে উৎপাদন খরচ কম হয় এবং ফলন তুলনামুলক হয় বেশি। বর্তমান বিশ্বে এ পদ্ধতির ব্যবহার বেশ জনপ্রিয়।

This post has already been read 4193 times!

Check Also

পাবনায় দুটি ভেজাল বালাইনাশক কোম্পানিতে দুই লক্ষ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি : পাবনার বিসিক শিল্পনগরীতে যৌথ অভিযান চালিয়ে নকল সার ও বালাইনাশক উৎপাদনের অভিযোগে …