শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪

এক্সিয়েল ফ্লোপাম্পে কম খরচে বেশি পানি

নাহিদ বিন রফিক (বরিশাল): এক সময় হালের বলদ আর লাঙল ছিল জমি কর্ষণের একমাত্র উপায়। এখন এসবের প্রচলন শেষ। এসেছে পাওয়ার টিলার এবং ট্রাক্টর। সাথে আছে নতুন নতুন কৃষি যন্ত্রপাতি। এরই অংশ হিসেবে কৃষিতে যোগ হয়েছে এক্সিয়েল ফ্লোপাম্প। সেচের জন্য এ পাম্প ব্যবহারে খরচ কম, পাওয়া যায় বেশি পানি। লাভ হয় অনেক। মঙ্গলবার (২২ জানুয়ারি) বরিশালের বাবুগঞ্জের বাহেরচরে এক্সিয়েল ফ্লোপাম্পের কর্মদক্ষতার ওপর কৃষক মাঠদিবস প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিদাস শিকারী এসব কথা বলেন।

আদর্শ চাষি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার আবদুল অদুদ খান। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) সিসা-এমআই প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাহফুজুর রহমান, শাহ মো. আরিফুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি নাহিদ বিন রফিক, সিমিট বাংলাদেশের হাব ম্যানেজার হীরা লাল নাথ, কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মো. মজিবুর রহমান, কৃষক হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্যসহ শতাধিক কৃষাণ- কৃষাণী উপস্থিত ছিলেন।

This post has already been read 2076 times!

Check Also

কৃষি উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে …