Friday 29th of March 2024
Home / অন্যান্য / পটুয়াখালীর গলাচিপায় কৃষিকথার গ্রাহক সংগ্রহ

পটুয়াখালীর গলাচিপায় কৃষিকথার গ্রাহক সংগ্রহ

Published at জানুয়ারি ১০, ২০১৯

সংবাদ বিজ্ঞপ্তি: পটুয়াখালীর গলাচিপায় একদিনে ৪ শত ৬০ জনের কৃষিকথা পত্রিকার গ্রাহক সংগ্রহ করেছেন উপজেলা কৃষি অফিসার এআরএম সাইফুল্লাহ। গত ৯ জানুয়ারি খামারবাড়িস্থ ডিএই সন্মেলনকক্ষে মাসিক সভায় গ্রাহকের অর্থ কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) প্রতিনিধি নাহিদ বিন রফিকের হাতে তুলেদেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত।

এ সময় উপপরিচালক বলেন, কৃষিকথা পত্রিকায় গুরুত্বপূর্ণ তথ্যউপাত্তসহ আধুনিক চাষাবাদের কৌশল সম্পর্কে বিস্তারিত লিপিবদ্ধ থাকে। এগুলো নিয়মিত পড়লে অনেক কিছু জানা যায়। এর মান এখন আরো উন্মুক্ত হয়েছে। তাই শুধু চাষিরাই নয়, এ পত্রিকা আমাদেরও দরকার। গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য তিনি উপস্থিত সকলকে নির্দেশ দেন।

উল্লেখ্য, কৃষিকথা কৃষি বিষয়ক মাসিক পত্রিকা। ৭৮ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। দেশের সেরা কৃষিবিদদের লেখা এ পত্রিকায় স্থান পায়। বর্তমানে গ্রাহক সংখ্যা প্রায় ৮০ হাজার। যেহেতু সরকারি পত্রিকা, তাই ভর্তূকি দিয়ে কৃষকদের সরবরাহ করা হয়। ডাকমাশুলসহ বছরে খরচ ৫০ টাকা। এজেন্ট হলে আরো কম। মাত্র ৪২ টাকা। ২০টি পত্রিকা হলেই এজেন্ট হওয়া যায়।

This post has already been read 3494 times!