শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪

Best Quality Leadership Award-2018 পেলেন মি. খাঁন

নিজস্ব প্রতিবেদক: “Best Quality Leadership Award-2018” পেলেন খাঁন এগ্রো ফিড প্রোডাক্টস্ -এর ব্যবস্থাপনা পরিচালক মো. সায়েদুল হক খাঁন। গত ১০ ডিসেম্বর আমেরিকার অঙ্গরাজ্য লাস ভেগাসে আয়োজিত এক অনুষ্ঠানে European Society for Quality Research (ESQR) কর্তৃপক্ষ উক্ত পুরস্কার মি. খানের হাতে তুলে দেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) কোম্পানির ঢাকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ কৃষি সেক্টরে বিশেষ অবদানস্বরুপ গোল্ড ক্যাটাগরিতে উক্ত পুরস্কার পেয়েছেন বলে দাবী করেছেন মো. সায়েদুল হক খাঁন|

খাঁন এগ্রো ফিড প্রোডাক্টস্ এর সেলস অফিসার মো. আলমগীর হোসেন পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে সংবাদ সম্মেলনের শুভ সূচনা হয়। এরপর কোম্পানির সিনিয়র অফিসার (এইচ আর অ্যান্ড এডমিন) নুসরাত জাহান সম্মেলনে আগত অতিথিদের ফুল দিয়ে বরন করেন।

মি. খান জানান, বিশ্বের ৪২টি দেশের ৫২ জন ব্যাক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে উক্ত পুরস্কার প্রদান করা হয়। এত বড় আয়োজনে বাংলাদেশের নাম বারবার উচ্চারিত হওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মাইজ ভান্ডারী এগ্রো ফার্ম -এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা সৈয়দ ইরফানুল হক (জয়) বলেন, তরুন প্রজন্মদের শুধু চাকুরির পেছনে ঘুরলে চলবেনা। উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। তবে উদ্যোক্তা হতে হবে সৎ, পরিশ্রমী ও আদর্শবান।

তিনি বলেন, দেশের কৃষি সেক্টরকে যদি প্রনোদনামূলক ও জ্ঞানভিত্তিক করা যায় তাহলে আমাদের এগিয়ে যেতে সময় লাগবেনা।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব পালন করেন কোম্পানির সহকারি ব্যবস্থাপক কৃষিবিদ মো. শাহীনুর আলম সুমন।

 

 

 

This post has already been read 4198 times!

Check Also

কৃষি উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে …