সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

সিকৃবিতে স্বয়ংক্রিয় কৃষি-আবহাওয়া স্টেশন স্থাপন

সিকৃবি সংবাদদাতা: সিলেট অঞ্চলের কৃষি আবহাওয়া সর্ম্পকিত তথ্যাদি জানার জন্য প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে অটোমেটেড এগ্রো-ওয়েদার স্টেশন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ল্যাবের তত্ত্বাবধানে এ অত্যাধুনিক ওয়েদার স্টেশনটি চালু করা হয়েছে। ওয়েদার স্টেশনটি বিশ্বব্যাংক, ইউএসএইড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প-২(৪৩৯) এর আওতায় কৃষি অনুষদ ভবনের পূর্ব পাশে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নার্সারিতে স্থাপন করা হয়েছে। স্টেশনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ডাটা লগারের সাথে সংযুক্ত করা হয়েছে যাতে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্নভাবে বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত, মৃত্তিকার তাপমাত্রা, মৃত্তিকার ইলেকট্রিক্যাল কনডাকটিভিটি ও পারমিটিভিটি এবং তাপমাত্রার টাইম সিরিজ ডাটা সংরক্ষণ হতে থাকবে। প্রয়োজন অনুযায়ী কম্পিউটারের সাহায্যে ডাটা লগার থেকে সংরক্ষিত ডাটা কাজে লাগানো যাবে।

প্রকল্পটির প্রধান গবেষক এবং কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. সামিউল আহসান তালুকদার বলেন, ওয়েদার স্টেশন থেকে দীর্ঘ মেয়াদে কৃষি-আবহাওয়ার মৌলিক ডাটাসমূহের আর্কাইভ হবে যা জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ঠ কৃষি গবেষণার ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও জানান, স্নাতক ও স্নাতোকোত্তর শিক্ষার্থীরা এখান থেকে হাতেকলমে কৃষি আবহাওয়ার মৌলিক নিয়ামকসমূহ পরিমাপের অত্যাধুনিক যন্ত্রপাতি ও সংশ্লিষ্ঠ প্রোগ্রামিং প্যাকেজ সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

This post has already been read 2607 times!

Check Also

পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে  -পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা …