Sunday , July 13 2025

বিএলএস -এর উদ্যোগে কষৃক তথ্য ভান্ডার উদ্বোধন

রাজশাহী : বাংলাদেশ লাইভস্টক সোসাইটি ও শাহ্ কৃষি তথ্য পাঠাগারের যৌথ আয়োজনে কালিগ্রাম, মান্দা, নওগায় শুক্রবার (১২ অক্টোবর) বিকাল ৩.৩০ টায় কৃষক তথ্য কার্ড বিতরণ ও তথ্য ভান্ডার উদ্ভোধন করেন পিয়ারটপ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ মোস্তাফা আলী ও রা.বি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার। এছাড়া পিয়ারিটপ লিমিটেডের সহযোগীতায় খামারিদের গরুর উৎপাদন বৃদ্ধির কৌশল বিষয়ে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক কৃষি সুরক্ষা’র প্রকাশক ও সম্পাদক ডা. সৈয়দ মোস্তাফা আলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বেটার ন্যাচার এন্ড সোসাইটির চেয়ারম্যান রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু। বাংলাদেশ লাইভস্টক সোসাইটির কোষাধক্ষ্য মো. এনামুল হক।

বাংলাদেশ লাইভস্টক সোসাইটর সভাপতি প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে খামারীদের প্রশিক্ষণ প্রদান করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ডেপুটি চীফ ভেটেরিনারি অফিসার ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করেন শাহ্ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম শাহ্। অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১৫০ জন খামারীকে লাইভস্টক কার্ড বিতরণ ও বিশ্বডিম দিবস উপলক্ষে প্রত্যেক খামারীকে বেশী বেশী আমিষ খাওয়ানোর অভ্যাস করানোর জন্য ডিম ও দুধ খাওয়ানোর হয়। বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পক্ষ হতে উপস্থিত সকল অতিথি ও খামারীদের কোমল পানীয় না পান করে দুধ পানের অভ্যাস করার জন্য সংকল্প করান হয়।

This post has already been read 4379 times!

Check Also

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

নিজস্ব সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় …