Sunday 26th of March 2023
Home / মৎস্য / মৎস্য অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালককে বাপকা’র শুভেচ্ছা

মৎস্য অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালককে বাপকা’র শুভেচ্ছা

Published at সেপ্টেম্বর ১৭, ২০১৮

ডেস্ক রিপোর্ট : মৎস্য অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক আবু সাইদ মোহাম্মদ রাশেদুল হককে  ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এ্যাকুয়া প্রোডাক্টস কোম্পানিজ এসোসিয়েশন (বাপকা)। রবিবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিনিধিদল মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যেয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বাপকা’র প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ তারিক সরকার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান শামীম, সহ সভাপতি আফতাব আলম, কোষাধ্যক্ষ আতিকুর রহমান ছাড়াও অন্যান্যরা।

জানা যায়,  এ সময় উভয় পক্ষ্যের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও দেশের মৎস্য সেক্টর উন্নয়নে একসাথে কাজ করার ব্যাপারে পারস্পরিক সহযোগিতা কামনা করা হয়।

This post has already been read 1727 times!