Saturday , July 5 2025

মৎস্য অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালককে বাপকা’র শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট : মৎস্য অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক আবু সাইদ মোহাম্মদ রাশেদুল হককে  ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এ্যাকুয়া প্রোডাক্টস কোম্পানিজ এসোসিয়েশন (বাপকা)। রবিবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিনিধিদল মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যেয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বাপকা’র প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ তারিক সরকার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান শামীম, সহ সভাপতি আফতাব আলম, কোষাধ্যক্ষ আতিকুর রহমান ছাড়াও অন্যান্যরা।

জানা যায়,  এ সময় উভয় পক্ষ্যের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও দেশের মৎস্য সেক্টর উন্নয়নে একসাথে কাজ করার ব্যাপারে পারস্পরিক সহযোগিতা কামনা করা হয়।

This post has already been read 4419 times!

Check Also

পশু খাদ্যকে কোনোভাবেই মৎস্য খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না —মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশু …