Tuesday , July 15 2025

খুলনায় ১শ’ কেজি পুশকৃত চিংড়ি ধ্বংস

ফকির শহিদুল ইসলাম (খুলনা): খুলনায় চিংড়িতে জেলি পুশকৃত ১০০ কেজি চিংড়ি মাছ ধ্বংস করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬)। শনিবার রাতে রূপসা স্ট্যান্ড রোডে একটি ডিপোতে অভিযান চালিয়ে এগুলো ধ্বংস করা হয়। একই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন রূপসা বাসষ্ট্যান্ড, খানজাহান আলী ট্রেডার্সে একটি চৌকস আভিযানিক দল সহকারী পুলিশ সুপার মো. আমিনুল কবীর তরফদার, সিপিসি স্পেশাল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

এসময় জেলি পুশকৃত চিংড়ি বিক্রয় করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রন) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ৪(৩), ৪(৪) বিধি লংঘন করায় উক্ত বিধিমালার বিধি ৪(৫) এর প্রদত্ত ক্ষমতাবলে ডিপো’র মালিক মো. আল আমীনকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জনসম্মুখে ধ্বংস করায় হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন খুলনার পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম।

This post has already been read 5404 times!

Check Also

হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রাউজান (চট্টগ্রাম): হালদা নদীর পাড়ে তামাক চাষ সম্পূর্ণরূপে বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা …