Tuesday 26th of September 2023
Home / অন্যান্য / ফরিদগঞ্জে ৩ দিনব্যাপী  ফলদ ও বৃক্ষ মেলা

ফরিদগঞ্জে ৩ দিনব্যাপী  ফলদ ও বৃক্ষ মেলা

Published at সেপ্টেম্বর ৯, ২০১৮

ফলদ ও বৃক্ষমেলার স্টল পরিদর্শন করছেন স্থানীয় সংসদ ড.শামসুল হক ভূঁইয়া এমপি।

মাহফুজুর রহমান (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি মাঠে ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা অনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে।

বর্ণাঢ্য ‌র‌্যালি শেষে মেলা উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহবুব-উর রহমান, ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা নাসরিন, থানা অফিসার ইনচার্জ শাহ আলম, প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, কৃষক মফিজুর রহমান ও নার্সারী ব্যবসায়ী আমিনুল্লাহ প্রমূখ।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন বিদ্যালয়ে শতাধীক শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বৃক্ষের চারা বিতরণ করেন।

This post has already been read 1575 times!