Thursday , August 28 2025

রাজশাহী ল্যাবরেটরি হাই স্কুলের ৯২ ব্যাচের ২৫ বছর পূর্তী উৎসব

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহীর ল্যাবরেটরি হাই স্কুলের সিলভার জুবলী পূর্তী উৎসব রাজশাহীর একটি চাইনিজ রেস্তোরাতে গত  ২৩  আগস্ট সন্ধ্যা ৭ টায় আনুষ্ঠিত হয়েছে।  উক্ত সভায় স্কুলের ৯২ ব্যাচের  প্রায় শতাধিক প্রাক্তন ছাত্র ও তাদের পরিবার এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯২ ব্যাচের স্পাউসবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্য ও সভা সঞ্চালন করেন  ডা রাকিবুযযামান চোধুরী সৈকত। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এম. হেমায়াতুল ইসলাম আরিফ, ডা. আহমেদ মাসিহা, জামিল আরুপ, ডা. ফায়সাল কাদের শাহ চোধুরী, ইমন, ইঞ্জিনিয়ার আসরাফুল ইসলাম আরিফ, এয়াসির আরাফাত তুসার, মো. জিয়াউর রাহমান দোলন, প্রফেসর ডা. আতিকুল ইসলাম শুভ, মো. মতিউল ইসলাম, মারুফ জামিল, রপকেন, বাবুল, নাযমুল ইসলাম কাজল, ইবনে রাসিদুল কাবির, কোয়েল, ইঞ্জিনিয়ার আরিফুর রাহমান ও ব্যাংকার আরিফুজ্জামান সোহাগ। সভা শেষে পরবর্তী বছরেরে জন্য ইঞ্জিনিয়ার আসরাফুল ইসলাম আরিফ কে সভাপতি ও  মো. মতিউল ইসলাম কে সাধারণ সাম্পাদক নির্বাচিত করা হয়।

This post has already been read 4600 times!

Check Also

উন্নয়নশীল দেশে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে …