Saturday 27th of April 2024
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / ঢাকা দুই সিটি কর্পোরেশনের যেসব জায়গায় বসবে কোরবানীর পশুর হাট

ঢাকা দুই সিটি কর্পোরেশনের যেসব জায়গায় বসবে কোরবানীর পশুর হাট

Published at আগস্ট ৮, ২০১৮

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন মিলে আসছে কোরবানী ঈদে মোট ২৩টি পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩টি হাটের ইজারা দেয়া হয়েছে। বুধবার (৮ আগস্ট) প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অন্যান্য বছরের মতো এ বছরও হাটে ভেটেনারি বিশেষজ্ঞ টীম, ভ্রাম্যমান আদালত এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী থাকবে বলে এগ্রিনিউজ২৪.কম কে নিশ্চিত করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) ডা. মো. শহিদ উল্যা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব জায়গায় হাট বসবে: জিগাতলা হাজারীবাগ মাঠ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রহমতগঞ্জ খেলার মাঠ, লালবাগ; মেরাদিয়া বাজার, খিলগাঁও; সাদেক হোসেন খোকা খেলার মাঠ, ধোলাইখাল; উত্তর শাহজাহানপুর রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সঙ্গের মাঠ; ধুপখোলা ইষ্ট এন্ড ক্লাব মাঠ; ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, গোপীবাগ, কমলাপুর; পোস্তগোলা শ্বশ্মান ঘাট সংলগ্ন খালি জায়গা; কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ীর মোড় থেকে বড়িগঙ্গাবাঁধ সংলগ্ন জায়গা; আরমানিটোলা খেলার মাঠ; কমলাপুর স্টেডিয়ামের আশে পাশে খালি জায়গা রাস্তার পূর্ব পাশ; দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ী এবং শ্যামপুর বালুর মাঠ, কদমতলী।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেসব জায়গায় হাট বসবে: মিরপুর গাবতলী গবাদিপশুর হাট (স্থায়ী); উত্তরা ১৫ নং সেক্টরের ২ নং ব্রিজের পশ্চিমের ফাঁকা জায়গা; খিলক্ষেত ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পার্শ্বের বসুন্ধরা হাউজিংয়ের খালি জায়গা; খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা; ভাটারা (সাইদ নগর) পশুর হাট; ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খালি মাঠ; মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন (বছিলা) পুলিশ লাইনের খালি জায়গা; মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬ম (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা; মিরপুর ডিওএইচ সংলগ্ন উত্তর পার্শ্বের সেতু প্রপার্টি ও সংলগ্ন খালি জায়গা এবং উত্তরখান মৈনারটেক শহীদ নগর হাউজিং এর খালি জায়গা।

This post has already been read 2901 times!