Wednesday 29th of March 2023
Home / অন্যান্য / ঢাকায় DSM-এর ইফতার মাহফিল

ঢাকায় DSM-এর ইফতার মাহফিল

Published at জুন ৪, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিশ্বখ্যাত কোম্পানি ডিএসএম (DSM) নিউট্রিশনাল প্রোডাক্টস এশিয়া প্যাশেফিক (প্রা.) লিমিটেড -এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জুন) রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ানে উল্লেখিত সেক্টরের সাথে জড়িত পেশাজীবীদের সম্মানে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে স্বাগত বক্তব্যে ডিএসএম নিউট্রিশনাল প্রোডাক্টস এশিয়া প্যাশেফিক (প্রা.) লিমিটেড -এর টেকনিক্যাল ম্যানেজার কৃষিবিদ ফয়জুর রহমান আগত অতিথিদের ধন্যবাদ ও ডিএসএম সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

পোলট্রি কনসালট্যান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এর প্রধান নির্বাহী কৃষিবিদ মো. রফিকুল হক শুভেচ্ছা বক্তব্যে আগত অতিথিদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এরপর তিনি নিজেই সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং আগত অতিথিদের ইফতার ও নৈশভোজের আমন্ত্রণ জানান।

এছাড়াও ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত ও কুশল বিনিময় করেন ডিএসএম নিউট্রিশনাল প্রোডাক্টস এশিয়া প্যাশেফিক (প্রা.) লিমিটেড -এর টেকনিক্যাল ম্যানেজার (বাংলাদেশ) কৃষিবিদ মো. রুহল আমিন।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিমদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

This post has already been read 2207 times!