Monday , September 15 2025

পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ৬ জেলে আটক

ফকির শহিদুল ইসলাম (খুলনা): পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকার খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করেছেন স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার (২ জুন) সকাল ১০টার দিকে মাইটা ও চাঁদত্রী নামক দুইটি খাল থেকে তাদেরকে আটক করা হয়। আটক করা হয়েছে ৬টি নিষিদ্ধ বেহুন্দি জাল, একটি নৌকাসহ বিভিন্ন মালামাল। আটককৃতদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায় বলে সুন্দরবন বিভাগ নিশ্চিত করেছেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন মুঠো ফোনে জানান, স্মার্ট পেট্রোলিং টিম লিডার মো. আ. হান্নানের নেতৃত্বে র্স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা অভিযান চালিয়ে ওই ৬ জেলেকে আটক করেন।

এসিএফ বলেন, আটক জেলেরা সুন্দরবন বিভাগ থেকে পাসপারমিট (অনুমতি) নিয়ে মাছ আহরনের জন্য সুন্দরবনে ঢুকে মাছ শিকারের নামে খালে বিষ দিয়ে মাছ ধরছিলো। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে ।

This post has already been read 5132 times!

Check Also

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে- পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা …