শনিবার , মার্চ ১৫ ২০২৫

বরিশাল বেতারে মোরগ-মুরগির রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা শীর্ষক আলোচনা

নাহিদ বিন রফিক (বরিশাল): ‘মোরগ-মুুরগির রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা শনিবার (২৬ মে) বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের কৃষিবিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানে প্রচারিত হয়। কৃষি তথ্য সার্ভিসের টেকনিক্যাল পার্টিসিপেন্ট নাহিদ বিন রফিকের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদরের উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নাসির উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠান প্রযোজনায় ছিলেন বেতারের সহকারি পরিচালক খালিদ মাহমুদ।

অনুষ্ঠানে ডা. নাসির বলেন, মোরগ-মুরগিকে রোগে আক্রমণ করলে বেশির ভাগ ক্ষেত্রে পুরোপরি ভালো হয়না। তাই রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। আর এ জন্য প্রয়োজন পাখির বাসস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখা। সে সাথে বিশুদ্ধ পানি ও খাবার দেয়া, অবাঞ্ছিত প্রাণি প্রবেশ করতে না দেয়া। খামারে অবশ্যই জীবাণুমুক্ত হয়ে ঢুকতে হবে। সুস্থ অবস্থায় প্রতিশেষধ টিকা দিতে হবে। অসুস্থ শরীরে নয়। টিকা অবশ্যই সময়মত এবং সঠিকমাত্রায় প্রয়োগ করতে হবে। এসব বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করলে পাখিকে রোগমুক্ত রাখা সম্ভব।

This post has already been read 3849 times!

Check Also

ডিমের মূল্য বৃদ্ধিতে যোগসাজশ: পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারিকে ৭২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ডিমের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সরবরাহ নিয়ন্ত্রণের অভিযোগে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি …