Thursday 8th of June 2023
Home / ট্যুরিজম / ব্যবসায়ী ও পর্যটকদের অন্যতম আকর্ষণ চীনের গুয়াংঝু

ব্যবসায়ী ও পর্যটকদের অন্যতম আকর্ষণ চীনের গুয়াংঝু

Published at মে ৯, ২০১৮

খন্দকার মারছুছ : ব্যবসায়িক এবং ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশের বহু মানুষ প্রায়শই চীনে যাতায়াত করেন। চীনের অনেকগুলো প্রদেশের মধ্যে বাংলাদেশ থেকে অধিকাংশ লোক গুয়াংঝু যায়। তাই গুয়াংঝু সম্পর্কে কিছু প্রয়োজনীয় টিপস্ এখানে দেয়া হলো-

ক্যান্টুন ফেয়ার : চায়নার সবচেয়ে বড় ফেয়ার এইটা। অধিকাংশ লোক এখানেই যায়।

কোথায় এই ফেয়ার : Pazhou/Xingangdong

মেট্রো : Line 8 -এ পাজু দিয়ে ঢুকলে বেশি গিফট পাবেন। ভিজিটিং কার্ড দিলেই গিফ্ট। তাই সাথে ভিজিটিং কার্ড নিতে ভুলবেন না।

সাহাবি হযরত আবি ওয়াক্কাস (রা.) এর মাজার এবং মসজিদ

সাহাবি হযরত আবি ওয়াক্কাস (রা.) এর মাজার এবং মসজিদ : গুয়াংঝুতে গেলে মুসলিমদের সবচেয়ে বড় আকর্ষণ রাসূল (সা.) -এর সাহাবি হযরত আবি ওয়াক্কাস (রা.) এর মাজার এবং মসজিদ। মাজারে যাবেন শুধু জিয়ারত ও দোয়ার জন্য। মাজারের কাছে কিছু চাওয়া হারাম, শির্ক ও বেদাআত। মাজারের পাশে একটা নলকুপ আছে। সাহাবি যখন এই শহরে আসেন তখন ওইখানে পানির খুব অভাব ছিল। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এই পানির ব্যাবস্থা করে দেন। আগে একাই পানি উঠত। এখন একা উঠেনা তাই কল লাগানো হয়েছে।

কিভাবে যাবেন : মেট্রোঃ Abi Waqqas Mosque, Line-2, Exit: B2, Youxio park

জুম্মার নামাজ মিস করবেন না। অসাধারণ খাবারের ব্যবস্থা হয় শুক্রবারের রাস্তার দুইপাশে। হরেক রকম খাবার আর শত শত মুসলিম।

ভ্রমণের জন্য ক্যান্টুন টাওয়ারে উঠতে পারেন। প্রায় ৫০০ মিটার বা ১২৮ তলা। । উপরে উঠতে ২০০ আরএমবির মত খরচ পড়বে।

শপিং : বিদেশে গেলে চকলেট ছাড়া কেউ ফেরে না। চকলেট পাবেন লোটাস নামক সুপার শপে।

কোথায় এটা : মেট্রোঃ লাইন ২, Sunnyali, Exit: C1

ব্যাগ, লেদারের জন্য বেস্ট হলো গাহুয়াগ্যাং (Gahuagang)
বাসে গেলে: Bus No: 244,  Gahuagang; মেট্রোতে গেলে: সানিআলি।

কম্পিউটার ও পুরাতন আইটেমের জন্য যাবেন Shipai West Raod, Tianhe District ,Guangzhou, China, Line 3, ganging.

হার্ডওয়্যার আইটেমের জন্য যাবেন Haizu Square, Dade Road, মেট্রো : লাইন ২

আরও যেসব যায়গায় ঘুরতে পারেন-Bayiuan Mountain,  Pearl River, আই এফ সি টাওয়ার।

আর হ্যা, চায়না খুবই পরিচ্ছন্ন একটা দেশ। রাস্তাঘাটে কোথায় এক ফোটা ধুলাও পাবেন না। আমরাও চেস্টা করবো ওদের আইনগুলো মানার জন্য…

লেখক: ব্যবস্থাপনা পরিচালক, রিলায়েন্স হাই টেক লি.

This post has already been read 2438 times!