শনিবার , ফেব্রুয়ারি ৮ ২০২৫

পবিপ্রবি’তে বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের আহবায়ক কমিটি গঠন

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু (পবিপ্রবি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কৃষিতত্ত্ব বিভাগের ল্যাব সহকারী মো. আব্দুল খালেক সরদার আহবায়ক এবং কৃষি খামার বিভাগের সিনিয়র সহকারী মো. তাজুল ইসলাম রুবেলকে সদস্য সচিব করা হয়।

পহেলা মার্চ, বৃহস্পতিবার বিকেলে নবগঠিত কমিটির সদস্য সচিব মো. তাজুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারীদের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে পবিপ্রবি বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, ল্যাব সহকারী মো. মজিবর রহমান মৃধা, অফিস সহায়ক ফরিদা বেগম, ল্যাব এ্যাটেনডেন্ট সৈয়দ মেহেদী হাসান, জুনিয়র সহকারী মো. আরিফুর রহমান মৃধা, নেটওয়ার্ক টেকনিশিয়ান সাকিবুল হাসান ফারুক খান।

This post has already been read 3283 times!

Check Also

হাওরের কান্না চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: শিল্পীদের হাওরের কান্না চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা …