Monday , April 21 2025

বাকৃবি ছাত্রলীগের দ্রুত হল কমিটি চায় কর্মীরা

মো. আরিফুল ইসলাম (বাকৃবি):
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি) ছাত্রলীগের কার্যক্রমকে আরও গতিশীল করতে আবাসিক হলগুলোতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ উপলক্ষ্যে বুধবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ছাত্রলীগের হল কমিটি গঠন করা হবে বলে সম্মেলনে জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ৯টি ও মেয়েদের ৪টিসহ মোট ১৩টি হলে ছাত্রলীগের কর্মক্রমকে এগিয়ে নিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাকৃবি শাখা ছাত্রলীগের হল সম্মেলন। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী।

বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত চলা ওই সম্মেলনে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।

সম্মেলনে বিভিন্ন হলের পদপ্রার্থী কর্মীরা তাদের বক্তব্যে দ্রুত হলে হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান। তারা শাখা ছাত্রলীগের নের্তৃবৃন্দের কাছে পরিশ্রমী, কর্মঠ ও যোগ্য কর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে হল কমিটিতে পদ দেওয়ার আহ্বান জানান।

ভাইস চ্যান্সেলরের বক্তব্যে শিক্ষার্থীদের ছাত্রলীগের পতাকা তলে আশার আহ্বান জানিয়ে ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ সম্পন্ন করার দ্বায়িত্ব তোমাদেরই। তোমরাই আগামী সোনার বাংলা গড়ার কারিগর হবে।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা কখনোই স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কর্মী হিসেবে সবাইকে প্রতিষ্ঠিত হতে হবে। এছাড়াও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় সম্মেলনে ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন তিনি।

This post has already been read 4688 times!

Check Also

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষ হিসেবে-দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের …