Friday , July 4 2025

ভারত থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব নাকচ করেছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে গরুর মাংস আমদানির জন্য বাংলাদেশের কিছু ব্যবসায়ীর প্রস্তাব নাকচ করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন প্রাণীসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান  বলেছেন, এই আমদানির কোনো প্রয়োজন নেই এবং এতে দেশের পশু খামারিরা সঙ্কটে পড়বেন।

মাকসুদুল হাসান খান জানান, আপত্তির কথা লিখিতভাবে বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি।

তিনি বলেন, গত দু-তিন বছরে বাংলাদেশ মাংস উৎপাদনে অসামান্য উন্নতি করেছে। বর্তমানে বছরে বাংলাদেশের মাংসের চাহিদা ৭০ লাখ টন যার পুরোটাই এখন দেশে উৎপাদিত হচ্ছে। “ফলে মাংস আমদানি করলে করলে এই খাত সঙ্কটে পড়বে।”

তিনি আরো বলেন, আমদানি নয়, আমরা বরং মাংস রপ্তানির সুযোগ খুঁজছি। মাংসের “মান নিয়ন্ত্রণ নিয়ে আমাদের কিছু সমস্যা রয়েছে, সেদিকে নজর দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সমিতি এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছিলেন- বাজারে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে ভারত থেকে গরুর মাংস আমদানি একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে।

This post has already been read 5740 times!

Check Also

বিএলআরআই ও  ডিএলএস সমন্বিতভাবে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রাজশাহী সংবাদদাতা : বিএলআরআই ও প্রাণিসম্পদ দপ্তর সমন্বয়ভাবে কাজ করলে প্রাণিসম্পদখাতের অনেক সমস্যার সমাধান সম্ভব- …