Sunday , July 13 2025

এসপিও পদে লোক নিয়োগ দিবে ফার্মা অ্যান্ড ফার্ম

ফার্মা অ্যান্ড ফার্ম বাংলাদেশের একটি সুপরিচিত ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি। কোম্পানিটি দীর্ঘদিন যাবৎ বিশ্বমানের এ্যানিমেল হেলথ পণ্য আমদানি করে সরাসরি বাংলাদেশে বিপণন করছে। কোম্পানির সম্প্রসারণ এবং ব্যাপক বিপণনের লক্ষ্যে কিছুসংখ্যক উদ্যমী, সৎ ও পরিশ্রমী সেলস প্রমোশন অফিসার (SPO) পদে নিয়োগ দেয়া হচ্ছে।

প্রার্থীর থাকতে হবে :
– ন্যূনতম ডিগ্রি পাশ।
– মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করার মানসিকতা।
– বাংলাদেশের যে কোন অঞ্চলে কাজ করতে আগ্রহী।
– বয়স সর্বোচ্চ ৩২ বছর।
– ভেটেরিনারি পণ্য বাজারজাতকরণে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

মূল দায়িত্ব:
– ভেটেরিনারি চিকিৎসক, কেমিস্ট ও খামারীদের নিকট কোম্পানির পণ্য সর্ম্পকে তথ্য প্রদান এবং চাহিদা সৃষ্টি করা।
– অর্পিত সেলস টার্গেট অর্জন করা।

আগ্রহী প্রার্থীগণকে টেলিফোন / মোবাইল নম্বরসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ৩:০০ টা পর্যন্ত নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ফার্মা অ্যান্ড ফার্ম
১১/৫ সিটি হার্ট বিল্ডিং (লিফট -এর ১০)
৬৭, নয়া পল্টন, ঢাকা -১০০০
যোগাযোগ: ০১৯৭০০১০৮২৭

This post has already been read 5242 times!

Check Also

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

নিজস্ব সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় …