Thursday 25th of April 2024
Home / অন্যান্য / বাকৃবিতে পবিত্র মহরম ও শারদীয় দুর্গোৎসবের ছুটি আগামীকাল থেকে শুরু

বাকৃবিতে পবিত্র মহরম ও শারদীয় দুর্গোৎসবের ছুটি আগামীকাল থেকে শুরু

Published at সেপ্টেম্বর ২৬, ২০১৭

মো. আরিফুল ইসলাম, বাকৃবি :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র মহরম (আশুরা) ও শারদীয় দুর্গোৎসবের ছুটি আগামীকাল (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। ছুটি থাকবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। ছুটি চলাকালীন সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্গা পূজা ও মহরম (আশুরা) উপলক্ষ্যে আগামী  ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারিদের এ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। ছয়দিন বন্ধ থাকার পরে আগামী ২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি সকল প্রকার ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করায় আবাসিক হলগুলো খোলা রাখা হবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক।

This post has already been read 3096 times!