Thursday , July 17 2025

নওগাঁয় জাতীয় ফল মেলা উদ্বোধন

রাজশাহী সংবাদদাতা: বর্ষা সিক্ত আষাঢ়ের স্নিগ্ধ নির্মল পরিবেশে “দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই”  প্রতিপাদ্যকে ধারন করে (১৯-২১শে জুন) পর্যন্ত ৩দিন ব্যাপি ফল মেলা নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ মো. খলিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষক তথা সকল স্তরের জনগন এই ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় ফলের অবদান ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সহজে নতুন নতুন ধ্যান-ধারণা নিতে পারবে। তিনি মেলার ষ্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। তিনি মেলা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য ষ্টল মালিকসহ জেলা ও উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফলই শক্তি, ফলই বল। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন প্রয়োজন পুষ্টি চাহিদা পুরণের লক্ষ্যে বেশী করে দেশী জাতের ফল গাছের চারা রোপন করা যেন সারা বছর বিভিন্ন রকমারী ফল পাওয়া যায়। নওগাঁ জেলা খাদ্যে উদ্বৃত্ত। এখন ফল উৎপাদনেও এগিয়ে রয়েছে। আমের অঞ্চল খ্যাত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পাশ কাটিয়ে নওগাঁ জেলাও আম উৎপাদনে সামনের দিকে এগিয়ে চলেছে। এখন শুধু সময়ের ব্যাপার নওগাঁ জেলা আম উৎপাদনে প্রথম অবস্থানে থাকবে। তিনি আরো বলেন, আম উৎপাদনের পাশাপাশি কাঠাল, পেয়ারা, বেল, কলাসহ অনেক অপ্রচলিত ফল আছে যা পুষ্টি সমৃদ্ধ। সেগুলোর চাষ বাড়াতে হবে। তাহলেই সফলতা পাবে ফল মেলা। তিনি উপস্থিত অতিথিদের আমসহ পুষ্টি সমৃদ্ধ ফল গাছ রোপনের অনুরোধ জানান এবং মেলার উদ্বোধনী ঘোষনা করেন।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, আবাদি জমিতে ফল গাছ রোপন না করে অনাবাদি বা পতিত জমিতে ফল গাছ রোপন করবেন। আবাদি জমিতে ফল চাষ করতে গিয়ে খাদ্য শস্য উৎপাদনে যেন ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, নওগাঁতে ফল চাষের মধ্যে সবচেয়ে বেশী চাষ হয় আম। তন্মধে পোরশা, সাপাহার ও পত্নীতলা উপজেলা উল্লেখযোগ্য। তাছাড়া অন্যান্য উপজেলাতেও মোটামুটি আম চাষ শুরু হয়েছে। তবে এবছর নওগাঁ জেলায় আমসহ মোট ফল চাষ হয়েছে ৩৫,৩০০ হেক্টর জমিতে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি মেলায় ষ্টল প্রদানকারীদেরকে ধন্যবাদ জানান এবং কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের সহযোগীতা কামনা করেন।

৩দিন ব্যাপি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠান নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের হলরুমে বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত হয়। মেলায় ৮টি ষ্টল স্থাপিত হয়। ষ্টল মালিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দুইশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

This post has already been read 2450 times!

Check Also

ফসফরাস মানচিত্রায়নে গাজীপুরে ব্রি’র কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: আজ মঙ্গলবার (১৫ জুলাই) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘স্পেইশ্ল্ …