Saturday , August 2 2025

বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে অফিস ব্যবস্থাপনার ওপর জোর সিকৃবি ভিসির

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, অফিস ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের গুণগত মান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি প্রশাসনিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। মঙ্গলবার (১৭ জুন) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাৎস্যচাষ বিভাগের প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। প্রশিক্ষণ কর্মসূচিতে “অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের পরিচালক বকুল চন্দ্র রায় এবং সিকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম। দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৭০ জনের অধিক কর্মচারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা অফিস ব্যবস্থাপনা সম্পর্কে তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতে তাদের কাজে এটি উপকারে আসবে।

কর্মশালা শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

This post has already been read 929 times!

Check Also

সিকৃবিতে ‘জুলাই ৩৬ বুক কর্নার’ উদ্বোধন

সিকৃবি সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির মাসব্যাপী কর্মসূচির …