সিলেট সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট আয়োজনে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর অর্থায়নে সিলেটের হোটেল মেট্রো এর হলরুমে ‘আঞ্চলিক কর্মশালা’ সোমবার (২৬ মে) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সুধীজনদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন- ডিএই (অংগ), খামারবাড়ি, ঢাকাস্থ পার্টনার এডিশন্যাল প্রোগ্রাম ডিরেক্টর কৃষিবিদ ড.গৌর গোবিন্দ দাস।
উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার যুগ্ন সচিব দীপংকর বিশ্বাস। তিনি বক্তব্য বলেন- টেকসই বাংলাদেশ বিনির্মানে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষিকে বানিজ্যিক কৃষিতে রুপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে, জ্ঞান ভিত্তিক, টেকসই বানিজ্যিক কৃষি উৎপাদন ও বিপনন ব্যাবস্থা গড়ে তোলার পথ সুগম হবে।
তিনি বলেন- নারী ও তরুন কৃষি উদ্দোক্তাদের উদ্দোগ সমুহকে বিকশিত করে কৃষি ক্ষেত্রে নব জাগরনের সৃষ্টিতে এ প্রকল্প যুগান্তকারী ভুমিকা পালন করবে। তিনি দেশের কৃষি ব্যাবস্থার উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে মানসম্মত নিরাপদ কৃষি পন্য উৎপাদনে মনোযোগী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ডিএই (অংগ), খামারবাড়ি, ঢাকাস্থ পার্টনার প্রোগ্রাম কোঅর্ডিনেটর কৃষিবিদ আবুল কামাল আজাদ।
ফেঞ্চুগঞ্জের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুব্রত দেবনাথ এর সঞ্চালনায় পার্টনার প্রোগ্রামের চলমান কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন-বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর পার্টনার এজেন্সি প্রোগাম ডিরেক্টর কৃষিবিদ মো.আব্দুল কাদের; বারি আকবরপুর মৌলভীবাজার এর সিএসও ড. মাহমুদুল ইসলাম নজরুল। জেলা পর্যায়ে তথ্য উপস্থাপন সিলেটের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. আনিছুজ্জামান; হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি; উপজেলা পর্যায়ে সিলেট সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অপূর্ব লাল সরকার; হবিগঞ্জের বড়লেখা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনোয়ার হোসেন; সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো তৌফিক হোসেন; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর পার্টনার এজেন্সি প্রোগাম ডিরেক্টর কৃষিবিদ মো.আব্দুল কাদের; সিলেট অঞ্চলে পার্টনার প্রোগ্রমের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. নাছির উদ্দিন।
উপস্থাপনা জানানো হয়- প্রোগামের মূল লক্ষ্য-খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুস্টি নিরাপত্তা নিশ্চিতকণ। প্রধান কার্যক্ষেত্র: প্রোগামটি মূলত ৩ টি কার্যক্ষেত্রে বাস্তবায়িত হবে, সেখানে ডিএলআই সূচক রয়েছে যার আওতায় আবার ২৪ টি ডিএলআর সূচক রয়েছে। ১. টেকসই ও পুস্টিকর খাদ্য উৎপাদন, ২. ভ্যালু চেইন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের মান উন্নয়ন ৩. সরকারী কৃষি প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়নের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী যুগোপযোগীকরণ। প্রোগামটি সফল ভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য Áান ভিত্তিক, টেকসই বাণিজ্যিক কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে তোলা তা প্রয়োজন তা বহুলাংশে অর্জন করা সম্ভব হবে।
এ প্রকল্পটি দেশের ৮ টি বিভাগ, ১৪টি অঞ্চল, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বাস্তবায়িত হবে। এ প্রকল্পের আওতায় ৩ লক্ষ হেক্টর জমিতে ফল ও সব্জির আবাদ বৃদ্ধিকরনসহ ১ লক্ষ হেক্টর নতুন আবাদি জমিকে সেচের আওতায় আনা হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য দেশব্যাপী ২ কোটি ২৭ লক্ষ ৫৩ হাজার ৩২১টি কৃষক পরিবারকে আধুনিক স্মার্ট কৃষি কার্ড প্রদানের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবার সম্প্রসারণ করা হবে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে সিলেট ‘অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা (বারি), কৃষি তথ্য সার্ভিস,বীজ প্রত্যয়ণ এজেন্সী (এসসিএ), বিনা, এর কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কৃষকগণ অংশগ্রহণ করেন।