
আব্দুল কাইউম (পাবনা) : পাবনা সদর এর দাপুনিয়া ইউনিয়ন এর কয়েকটি গ্রামে বাঁধাকপি চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষক। সরেজমিনে কয়েকটি গ্রাম যেমন দরিকামাল পুর, পশ্চিম বনগ্রম,কাঁকরকোল বেজপাড়া জরিপ করে জানা যায়, আনুমানিক ১২০ একর জমিতে আগাম এবং নাবী জাতের হাইব্রিড কপি চাষ করছেন কৃষক।
ওটাম এবং নরেন্জ হাইব্রিড জাত দুটি কৃষক এর কছে এবার বেশি জনপ্রিয় হয়েছে। এ জাতের কপির গর ওজন ২-৩ কেজি হয়ে থাকে।এ কারনে এসব এলাকায় সবজি ব্যপারির আনাগোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কপির আকার ভেদে জমি থেকেই বিঘাপ্রতি আগাম হলে ৭০ হাজার ও নাবী জাত হলে ৫০ হাজার টাকা বিক্রি করতে পারছেন।
স্থানীয় কৃষক শাহজাহান আলী জানান, বিঘাপ্রতি কপি চাষে খরচ হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। এ বছর সার কীটনাশক এর দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেশি। দরি কামালপুর গ্রামের কৃষক ইব্রাহিম হোসন জানান, কপি চাষে দিন দিন খরচ বৃদ্ধি পাচ্ছে সে অনুযায়ী দাম বাড়ছে না।
এছাড়াও রোগ ও পোকা নিয়ন্ত্রণে সঠিক পরামর্শ অভাব হচ্ছে। তাই, পাতাপোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এক্ষেত্রে কৃষি বিভাগের সহযোগিতা চান এলাকার কৃষকগণ।