Saturday , July 12 2025

দিনাজপুরে বিজেআরআই তোষাপাট-৮ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

মো. হারুন অর রুশীদ (রংপুর) : পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুর ও জুট ফার্মিং সিস্টেম বিভাগ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত উচ্চ ফলনশীল জাত বিজেআরআই তোষা পাট-৮ (রবি-১) এর আঁশ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণের লক্ষ্যে বুধবার  (০৬ জুলাই) দিনাজপুর জেলা খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের কাচিনিয়া রামনগর গ্রামে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. আবুল ফজল মোল্লা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কেন্দ্র, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. এ কে এম শাহাদৎ হোসেন ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদি ড. মো. বাবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. মাহবুব আলী, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা, পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুর।

প্রধান অতিথি বলেন, সোনালী আঁশের সোনার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বিজেআরআই তোষাপাট-৮ এর আঁশ অনেক উন্নতমানের, ফলনও অন্যান্য জাতের চেয়ে বেশি। পাটের সোনালী দিন আবার ফিরে এসেছে। পাটের দামও ভালো।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মো. আব্দুর রাজ্জাক, বৈজ্ঞানিক কর্মকর্তা, পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুর।

This post has already been read 4256 times!

Check Also

বারিতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: প্রশিক্ষণ ও যোগাযোগ উইং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যোগে সোমবার (৩০ …