Saturday , July 12 2025

মাদারিপুরে ডাল ফসলের ওপর কৃষক প্রশিক্ষণ

নাহিদ বিন রফিক (বরিশাল): আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘ডাল ফসলের আধুনিক উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ এবং প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ শনিবার (২৩ জানুয়ারি) মাদারীপুরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় অতিথি ছিলেন বিএআরআই’র পরিচালক ড. দেবাশীষ সরকার। প্রধান অতিথি বলেন, সরকারি কর্মকৌশল অনুযায়ী এ অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন শস্যবিন্যাস অনুসরণ করা দরকার। এর আলোকে বিএআরআই উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ব্যবহারের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা অর্জন সম্ভব। সে সাথে গৃহপালিত প্রাণীর খাদ্যের যোগান হবে। এছাড়া মাটির উর্বরাশক্তিও বৃদ্ধি পাবে।

আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএআরআই’র সদরদপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ওমর আলী,  ঈশ্বরদী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন, গাজীপুরের পিএসও ড. এ কে এম মাহবুবুল আলম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহিনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ডু, এসও মো. মামুনূর রশিদ প্রমুখ।

প্রশিক্ষণে ৫০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে চাষিদের মাঝে বিনামূল্যে বীজ সংরক্ষণের ড্রাম বিতরণ করেন।পরে প্রধান অতিথি ‘করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জিংক ও আয়রনসমৃদ্ধ উচ্চফলনশীল ডাল ফসলের গুরুত্ব’ শীর্ষক এসএএও প্রশিক্ষণ উদ্বোধন করেন।

This post has already been read 4152 times!

Check Also

বারিতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: প্রশিক্ষণ ও যোগাযোগ উইং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যোগে সোমবার (৩০ …