Tuesday , May 13 2025

কৃষি খাতের নতুন ফোকাস ‘বিগ ডাটা’

এগ্রিনিউজ২৪.কম : বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ -এ “স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট ফিউচার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মেগা ইভেন্টের দ্বিতীয় দিনে বক্তারা বাংলাদেশে কৃষি খাতের উন্নয়নের জন্য বিগ ডাটা ও অন্যান্য আধুনিক আইসিটি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেছেন। টিম ক্রুপনিক, সিস্টেম এগ্রোনোমিস্ট, সিআইএমএমওয়াইটি এবং মি. বুররা ধর্নি ধর, ডেটা সাইন্টিস্ট, সিআইএমএমওয়াইটি উন্নতমানের ফসল ব্যবস্থাপনা, পরিকল্পনা এবং কৃষকের উপকারিতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বিগ ডাটা ব্যবহারে CGIAR এর উদ্যোগগুলো তুলে ধরেছেন।

কৃষি সেক্টরে ডেটা আরও বেশি সহজলভ্য করার জন্য রিমোট সেন্সিং, ডেটা ম্যানেজমেন্ট এবং সরঞ্জাম সম্পর্কে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। বিআইআইডি’র প্রধান নির্বাহী মো: শহিদ উদ্দিন আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলে ওয়াহিদ খন্দকার, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন এর সভাপতি আনিস উদ দৌলা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বারি) এর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। বিভিন্ন সরকারী সংস্থা ছাড়াও উন্নয়ন অংশীদার, বেসরকারী খাত, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষাবিদগণ সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশে কৃষি খাতে বিগ ডাটা ও অন্যান্য আইসিটি সেবা ব্যবহারের জন্য একটি সমন্বিত প্রচেষ্টা শুরু করার অঙ্গিকারের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়।

This post has already been read 6907 times!

Check Also

জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ

পাবনা সংবাদদাতা: জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ পাবনা কৃষি গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ হলে …