Wednesday , April 30 2025

বাংলাদেশেই বিশ্বমানের সফটওয়্যার উৎপাদন করছে ইউনিসফট

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অনুষ্ঠিত বেসিস সফট এক্সপো ২০২৩ এ অংশগ্রহন করেছে ইউনিসফট সিস্টেম লিমিটেড এবং তাদের উদ্ভাবনী অল ইন ওয়ান ইআরপি (ডিস্ট্রিবিউটর ইআরপি, রিটেল ইআরপি), ফিন্যান্সিয়াল সফটওয়্যার (মার্চেন্ট ব্যাংকিং, লোন ম্যানেজমেন্ট, কাস্টোডিয়ান ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট), এনআরবি অনুমোদিত ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার, পয়েন্ট অফ সেল, ই-কমার্স (B2B, B2C) প্রদর্শন করে। ইউনিসফট সিস্টেম লিমিটেড একটি ছোট, মাঝারি এবং বড় প্রতিষ্ঠানের জন্য গ্রাহকের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ সফটওয়্যার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সলিউশনও তৈরি করে।

মেলায় প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন বলেন, আমরা সবসময়ই আমাদের কাস্টমার সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আমরা বিশ্বমানের ইআরপি সফটওয়্যার উৎপাদন করছি।

তাছাড়াও, ফিন্যান্সিয়াল সফটওয়্যার, পয়েন্ট অব সেল এবং ই-কমার্স সফটওয়্যার সেবাতেও আমাদের প্রতিষ্ঠান সফলভাবে কাজ করছে। বাংলাদেশের অনেক স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে আমাদের সেবা ব্যবহার করছে। আমরা বাংলাদেশের সফটওয়্যার খাতকে এগিয়ে নিতে চাই এবং একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।

This post has already been read 3378 times!

Check Also

জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ

পাবনা সংবাদদাতা: জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ পাবনা কৃষি গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ হলে …