Thursday , July 31 2025

বরগুনায় মাশরুম চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় মাশরুম চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। (০৩ জুন) মঙ্গলবার বরগুনা সদর উপজেলায় ক্রোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। সভাপতিত্ব করেন বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার মো. মহসীন। অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সিএম রেজাউল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক মো. শাহাদাত হোসেন, বরগুনার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. ইকবাল হোসেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক, বরগুনা সদরের উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। মাঠ দিবসে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্রহ্রাসকরণ প্রকল্পের আওতাধীন শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাশরুম ছত্রাকজাতীয় হালাল খাবার। অত্যন্ত পুষ্টি এবং ভেষজগুণে ভরপুর এই সবজি খেতে সুস্বাদু। বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। দামও বেশ ভালো। চাষের জন্য অল্প জায়গার প্রযোজন হয়। এ জন্য এর আবাদ দিন দিন বাড়ছে। তাই যে কেউ মাশরুম চাষের মাধ্যমে নিজকে সাবলম্বী করতে পারেন।

এদিকে, পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক গলাচিপা উপজেলার ফসলের মাঠসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।

This post has already been read 2899 times!

Check Also

বিনা উদ্ভাবিত জাত সম্প্রসারণ নিয়ে বরিশালে কর্মশালা

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত জাত জনপ্রিয় জাতসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান …