Saturday , June 14 2025

জলঢাকায় কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

Exif_JPEG_420

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর জলঢাকায় কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ জুন) উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রোগ্রামের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এস. এম আবু বকর সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (রংপুর অঞ্চল) অশোক কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেসবাহুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, সমবায় কর্মকর্তা লুবনা আক্তার সরকার, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এবং উপজেলা কৃষকদল সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাইফুল ইসলাম বলেন, “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে উচ্চ ফলনশীল, ঘাতসহনশীল ও পুষ্টি সমৃদ্ধ ধান জাত উদ্ভাবন ও সম্প্রসারণের পথ সুগম হচ্ছে। এর মাধ্যমে বীজ উৎপাদন ও বিপণনে কার্যকর নেটওয়ার্ক গড়ে উঠবে এবং কৃষকরা আধুনিক ও লাভজনক ধান চাষে উদ্বুদ্ধ হবেন।” তিনি আরও বলেন, “এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সমৃদ্ধ কৃষি-নির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে।”

This post has already been read 99 times!

Check Also

সিলেটে বিপদজনক বালাইনাশক ও বিকল্প ব্যবহারে প্রশিক্ষণ

সিলেট সংবাদদাতা : বাংলাদেশে অধিক বিপদজনক বালাইনাশকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং সেসবের কার্যকর ও পরিবেশবান্ধব …